Advertisement

Acharya Srila Prabhupada: আচার্য শ্রীল প্রভুপাদের দেড়শতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারত মণ্ডপে মোদী

প্রগতি ময়দানের ভারত মণ্ডপে আচার্য শ্রীল প্রভুপাদের ১৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রভুপাদের মূর্তিতে পুষ্পস্তবক দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, "মাত্র কয়েক মাস আগে, G20 সম্মেলনের মাধ্যমে এখানে একটি নতুন ভারত দেখা গিয়েছিল। আজ বিশ্ব বৈষ্ণব সম্মেলন আয়োজন করা একটি সৌভাগ্যের বিষয় এবং এটি নতুন ভারতের ছবি। তিনি মহান আধ্যাত্মিক গুরু শ্রীল প্রভুপাদের সম্মানে একটি স্মারক ডাকটিকিট এবং একটি মুদ্রাও প্রকাশ করবেন।

Advertisement
POST A COMMENT