Advertisement

দীপাবলিতে যুদ্ধজাহাজে রাতযাপন Narendra Modi-র, কেমন ছিল সেই অভিজ্ঞতা

গোয়ায় INS বিক্রান্তে নৌসেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতভর INS বিক্রান্তে সেনার মাঝেই ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা শেয়ার করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে সূর্যোদয় দেখেন INS বিক্রান্ত থেকে। এরপর দীপাবলি সেলিব্রেট করেন নৌসেনা বাহিনীর সদস্যদের সঙ্গেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'এবছর স্বদেশি যুদ্ধজাহাজ INS বিক্রান্তে নৌসেনা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করছি।'

Advertisement
POST A COMMENT