Advertisement

'মোদী ক্ষমা করলেও....', মায়ের অপমান নিয়ে RJD-Congress কে নিশানা PM Modi র

বিহারের দারভাঙায় কংগ্রেস-আরজেডির ভোটার অধিকার সমাবেশে তাঁর মাকে কুকথার ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন যে তিনি কখনও কল্পনাও করেননি বিহারে এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে একজন মায়ের সম্মানে আঘাত লাগবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'মা আমাদের পৃথিবী, মা আমাদের সংস্কার। কিছুদিন আগে বিহারে যা ঘটেছিল, তা আমি কল্পনাও করিনি, বিহারের কোনও ভাই-বোনও কল্পনা করেনি, ভারতের কোনও নাগরিকও তা ভাবেনি।'

Advertisement
POST A COMMENT