Advertisement

PM Modi At Jammu and Kashmir: "জম্মু কাশ্মীরে পূর্ব পুরুষদের মতো কষ্ট পেতে দেবেন না তরুণ প্রজন্মকে" আশ্বাস মোদীর

সাম্বার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের তরুণদের উদ্দেশে বলেন, তাঁর ওপর আস্থা রাখতে। তিনি আরও বলেন, তাদের পূর্বপুরুষরা যে কষ্টকর জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন, সেই জীবন আজকের প্রজন্মকে তিনি ভুগতে দেবেন না। এটা তিনি করেন দেখাবেন

Don't let the young generation suffer, assures Modi

Advertisement