Advertisement

পরমাণু ব্ল্যাকমেল... লালকেল্লা থেকে Asim Munir কে বার্তা দিলেন PM Modi

'১৫ অগাস্ট লালকেল্লায় অপারেশন সিঁদুরের ২০ জন সাহসী সেনাকে স্যালুট করার সুযোগ পেলাম। শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছেন তাঁরা। পহেলগাঁওয়ে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে লোকেদের মেরেছে। স্ত্রীর সামনে স্বামীকে গুলি মারা হয়েছে। ২২ তারিখের পর সেনার হাত খুলে দিয়েছিলাম। আমাদের সেনা সেটা করে দেখিয়েছে। শত্রুর ভূমিতে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। সন্ত্রাসীদের ঘাঁটিকে খণ্ডহর করেছে। জঙ্গি আর জঙ্গিদের আশ্রয়দাতাদের আর আলাদা চোখে দেখব না। এরা মানবতার শত্রু। পরমাণু বোমার হুমকি আর সহ্য করব না। আর ব্ল্যাকমেল সহ্য করা হবে না'। মুনিরের পরমাণু হামলার হুমকির প্রেক্ষাপটে নাম না করে স্পষ্ট বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

Advertisement
POST A COMMENT