'বন্দে মাতরম' নিয়ে লোকসভার বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রেরণা জুগিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই স্তোত্র। মোদী বলেন, 'আর কোনও গান বা মন্ত্র এমন আবেগ তৈরি করতে পারেনি আর পারবেও না।' তাঁর মুখে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানও।