রাজ্যে আবাস যোজনার দুর্নীতি নিয়ে এবার সরব হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের মাথার উপর ছাদ রয়েছে, দোতলা পাকা বাড়ি রয়েছে তাদের নামও ঢুকে গিয়েছে। বাড়ি পাওয়ার তালিকা থেকে বঞ্চিত হয়েছেন যোগ্য প্রাপকরা। এই অভিযোগ প্রায়ই ওঠে। এনিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের বিজেপি নেতারা। এবার ভোটের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রীর গলাতেও শোনা গেল এই আবাস যোজনার দুর্নীতির প্রসঙ্গ। রবিবার, ৪ নভেম্বর ঝাড়খণ্ডের গারওয়া জেলায় নির্বাচনী প্রচারে এসে মোদি আবাস যোজনা নিয়ে নিশানা করেন কংগ্রেস ও জেএমএমকে। মোদি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় ঝাড়খণ্ডে ১৬ লাখ গরিবদের জন্য ঘর বানিয়েছে BJP। এই ঘর কারা পেয়েছেন যাদের মাথার উপর থাকবার ছাদ নেই। SC, ST, OBC-রা এই ঘর পেয়েছেন। মোদি বলেন, শুধুমাত্র গারওয়াতেই ১ লাখ ১৫ হাজার ঘর তৈরি হয়েছে। মোদি বলেন ঝাড়খণ্ডে বিজেপি 21 লাখ নতুন ঘর বানানোর সংকল্প নিয়েছে। মোদি বলেন, আপনারা জেএমএম, কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। যে আবাস যোজনা নিয়ে কেন আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে?
PM Narendra Modi on Awas Yojana