MY মানে মুসলিম ও যাদব। আরজেডির এই ফর্মুলা ভেঙে কীভাবে জয়? বিহার জয়ের পর নিজের ভাষণে নতুন ফর্মুলার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন,'তোষণের নীতি তৈরি করেছিল বিরোধীরা। এখন নতুন MY হল মহিলা ও যাদব'।