Advertisement

Breaking News: মোদীর বিজয় হুঙ্কারের মাঝেই লোকসভার প্রচার, চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি!

রবিবার তিন রাজ্যে হ্যাটট্রিকের পর আরও মসৃণ হল চব্বিশের রাস্তা। এবার 2024-এর ফলাফলে হ্যাটট্রিক করবে গেরুয়া শিবির। গ্যারান্টি দিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি। চার রাজ্যের বিধানসভার ফলাফল বেরনোর পরই দেশজুড়ে শুরু হয়েছে BJP-র বিজয়োল্লাস। রবিবার সন্ধ্যায় দিল্লিতে BJP-র হেড কোয়ার্টার থেকে দলীয় কর্মীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই চব্বিশের লোকসভাতেও যে BJP হ্যাটট্রিক করবে তা বেশ দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানালেন মোদি। মানে ফের কেন্দ্রে ক্ষমতায় আসবে BJP। তৃতীয়বারের জন্য় মসনদে বসবে BJP-ই।

PM Narendra Modi on BJP’s 3 state win

Advertisement