'অপারেশন সিঁদুরের সাফল্যে আমাদের দেশের কয়েকজনের পেটব্যথা করছে। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। কংগ্রেস আর তাদের দলবদল এটা হজম করতে পারছে না'। বারাণসীর সভা থেকে বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'পাকিস্তানের দুঃখ দেখতে পারছে না কংগ্রেস-সপা। ওদিকে পাকিস্তান কাঁদছে, আর এদিকে কংগ্রেস-সপা জঙ্গিদের অবস্থা দেখে শোকাহত'।