'সন্ত্রাসবাদী ও ষড়যন্ত্রকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে'। বিহারের মধুবনীতে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়,'২২ এপ্রিল সন্ত্রাসবাদীরা নির্দয়ভাবে মেরেছে নিরীহ নাগরিকদের। গোটা দেশ ব্যথিত। স্বজন হারানো পরিবারের পাশে গোটা দেশ। জখমদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে'।