scorecardresearch
 
Advertisement

VIDEO: 'আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলতে চাই...', কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর

VIDEO: 'আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলতে চাই...', কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর

অবশেষে ৩ কৃষি আইন ফিরিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। গুরুনানক জন্মজয়ন্তীতে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তিনি ঘোষণা করেন তিন কৃষি আইন ফিরিয়ে নেওয়া হবে। চলতি মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে। প্রধানমন্ত্রী মোদী জানান, গুরুনানক জন্মজয়ন্তীতে সবাইকে জানাই শুভেচ্ছা। কাতারপুর করিডর ফের খুলে গিয়েছে। আমাদের সরকার দেশবাসীর জীবন আরও সহজ করার জন্য চেষ্টা চালাচ্ছে। দেশের ছোট কৃষকদের মুশকিল দূর করার জন্য আমরা বীজ, শষ্য, জমির উপর কাজ করছি। সরকার ভালো পরিমাণ বীজ সহ একাধিক সুবিধা কৃষকদের দিচ্ছে। এর জন্য কৃষিক্ষেত্রে বড় লাভ আসছে। বিমা ও পেনশনের সুবিধা দেওয়া হচ্ছে। 

pm narendra modi seeks forgiveness and announces withdrawal of farm bills

Advertisement