মুম্বই হামলার পর দেশবাসীর দাবি ছিল পাকিস্তানের উপর হামলা। ভারতীয় সেনা প্রস্তুতও ছিল। কিন্তু কংগ্রেস বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করে আক্রমণ করেনি। এমনটা দাবি করেছেন কংগ্রেসেরই এক বরিষ্ঠ নেতা। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'কংগ্রেস তখন কোন বিদেশি শক্তির কাছে ভালো সাজার জন্য পাকিস্তানে আক্রমণ করেনি, সেটার জবাব দিতে হবে।'