Advertisement

PM Modi welcomes US Vice President JD Vance: ভান্সের সন্তানদের মোদীর আদর-স্পেশাল গিফট, দেখুন সেই VIDEO

মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে নৈশভোজের জন্য পৌঁছান, তখন দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা স্পষ্ট হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদী ভান্স পরিবারকে অত্যন্ত উষ্ণতার সঙ্গে স্বাগত জানান। এই সময়, প্রধানমন্ত্রী মোদী ভান্সকে আলিঙ্গন এবং করমর্দনের মাধ্যমে স্বাগত জানান। এছাড়াও, তিনি ভান্সের সন্তানদের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী কখনও ভান্সের সন্তানদের কোলে তুলেছেন, কখনও তাদের জড়িয়ে ধরেন। এর সঙ্গে, তিনি ভান্সের সন্তানদের ময়ূরের পালকও উপহার দেন।

Advertisement
POST A COMMENT