scorecardresearch
 
Advertisement

Abhishek Banerjee: কৃষিভবন থেকে সরানো হল তৃণমূল সাংসদের, 'গণতন্ত্রের কালো দিন', বললেন অভিষেক

Abhishek Banerjee: কৃষিভবন থেকে সরানো হল তৃণমূল সাংসদের, 'গণতন্ত্রের কালো দিন', বললেন অভিষেক

মঙ্গলবার দিল্লিতে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধিদলের। জানা গিয়েছে, মন্ত্রী এদিন সন্ধ্যা সাড়ে ছটায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। যদিও তিনি দেখা করেননি। তার পরেই টিএমসি প্রতিনিধিদল ধরনায় বসে পড়ে। মন্ত্রী দেখা না করা পর্যন্ত কৃষি ভবনেই বসে থাকার সিদ্ধান্ত নেন অভিষেক ও তৃণমূল নেতৃত্ব। তবে ধরনা বেশিক্ষণ চলেনি। পুলিশ বলপ্রয়োগ করে তৃণমূল নেতা-নেত্রীদের বের করে দেয় এবং আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩ ঘণ্টা পর ছাড়া পান অভিষেকরা। পুলিশ লাইন থেকে বেরিয়ে অভিষেক অভিযোগ করেন যে দলের মহিলা সাংসদ-সহ নেতাদের সঙ্গে দিল্লি পুলিশ দুর্ব্যবহার করেছে। তিনি এটাও দাবি করেন যে তাঁকে চুল ধরে টেনে বের করে দেওয়া হয়। তিনি বলেন, 'আজ ভারতীয় গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন।

Advertisement