যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের সঙ্গে হওয়া চরম নোংরামির ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। জেলায় জেলায় স্কুলছাত্রীকে অত্যাচারের ঘটনা দিকে দিকে ঘটছে। এত কিছু ঘটার পরও নোংরামি কিছুতেই থামছে না। এমন সমস্ত ঘটনা ঘটছে যা শুনে মাথা হেট হয়ে যাবে। এবার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী ট্রেনে এক মহিলা যাত্রীর গায়ে অশালীনভাবে স্পর্শ করেন। আর তারপরই ক্ষমা চেয়ে নেন সেই পুলিশকর্মী। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সব ফাঁস হয়ে যায়। ছিঃ, কতটা লজ্জার ঘটনা একবার ভাবুন। এক ঝলকে দেখুন নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশকর্মীর কান্ড।
Police officer's indecent act on female passenger in train