Advertisement

Pongal 2024: ঐতিহ্য মেনে কোয়েম্বাটুরে পালিত হচ্ছে ফসল কাটার উৎসব 'পোঙ্গল'

দক্ষিণ ভারতে মহাধুমধামের সঙ্গে পালিত হচ্ছে পোঙ্গল উৎসব। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে পালিত হচ্ছে ফসলের উৎসব পোঙ্গল। পোঙ্গল সাধারণত ১৩ থেকে ১৬ জানুয়ারির মধ্যে পালিত হয়। চারটি দিন - ভোগী পোঙ্গল, থাই পোঙ্গল, মাত্তু পোঙ্গল এবং কানুম পোঙ্গল - তাদের আলাদা তাৎপর্য রয়েছে। ১৪ জানুয়ারী থাই পোঙ্গল মকর সংক্রান্তির সঙ্গে মিলে যায়, ফসল কাটার উৎসব যা ভারত জুড়ে বিভিন্ন আঞ্চলিক নামে পালিত হয়।

Advertisement
POST A COMMENT