Advertisement

Chandrayaan-3 Pragyan Rover: ISRO-র পাঠানো রোভার গুটি গুটি পায়ে কেমন কাজ করছে দেখুন

ইতিহাসের পাতায় নাম তুলেছে ভারতের চন্দ্রযান 3। গোটা বিশ্বকেই চাঁদ নিয়ে এখন নতুন নতুন তথ্য় সামনে নিয়ে এসে তাক লাগিয়ে দিচ্ছে ভারত। ইতিমধ্য়েই তার কাজ শুরু করে দিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ইসরো জানিয়েছে, সময়ের সঙ্গেই তাল মিলিয়ে ইসরোর কথা মতোই চলছে চন্দ্রযান-3। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। চাঁদে ভোর হতেই ল্যান্ডার থেকে মাটিতে নেমে আসে রোভার প্রজ্ঞান। তার পরেই নিজের কাজ শুরু করে দিয়েছে সে।

Chandrayaan-3 Pragyan Rover

Advertisement