Advertisement

Ram Mandir: রজনীকান্ত থেকে মহাভারতে যুধিষ্ঠির গজেন্দ্র চৌহান, একদিন আগেই অযোধ্যায় তারকাদের ভিড়

অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সোমবার। তার একদিন আগেই অযোধ্যায় এসে পৌঁছেছেন বিভিন্ন গুণী মানুষরা। বলিউড স্টার থেকে খেলোয়াড়। গায়ক থেকে সাধকরা। এসেছেন সুপারস্টার রজনীকান্ত, পবন কল্যাণ, রণডির হুদা, সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন, ভাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, মহাভারতের যুধিষ্ঠীর অভিনেতা গজেন্দ্র চৌহান, কঙ্গনা রানাওয়াত আরও অনেকে।

Advertisement
POST A COMMENT