বাবা প্রণব মুখোপাধ্যায় ছিলেন যাকে বলে সাক্ষাৎ এনসাইক্লোপিডিয়া। অন্তত রাজনৈতিক মহলে শাসক-বিরোধী নির্বিশেষে এই পরিচিতি ছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের। ছিল ডায়েরি লেখার অভ্যেসও। সেই ডায়েরির পাতা থেকে তথ্যই একত্রিত করে বই লিখেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সোমবার, ১৫ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির হাতে বাবাকে নিয়ে লেখা বই 'প্রণব মাই ফাদার: আ ডটার রিমেম্বার্স' তুলে দিয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
Pranab Mukherjee's Daughter Presents A Copy Of Her Book To PM Narendra Modi