পুলিশের হাতে আটক প্রশান্ত কিশোর। ভোরবেলা তাঁকে জোর করে তুলে নিয়ে যায় পুলিশ। জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, যিনি বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) ৭০তম প্রাথমিক পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে ছিলেন, পাটনা পুলিশ ভোররাতে বিক্ষোভের স্থান থেকে জোর করে তুলে নিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে। জন সূরজ পার্টির অভিযোগ, প্রশান্ত কিশোরের সঙ্গে পুলিশ বর্বরতা করেছে। পুলিশ তাকে চড় মেরেছে। তাকে দ্রুত অনশনস্থান থেকে পাটনা এইমস-এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে পাটনা পুলিশ ও জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।