Advertisement

Telengana Bad Road: রাস্তা খারাপ! প্রসূতিকে পিঠে করে 2 কিমি হাঁটলেন আশাকর্মীরা! তারপর...

গ্রামের রাস্তা খারাপ। তাই অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না। এই পরিস্থিতিতে প্রচণ্ড সমস্যায় পড়েন একজন গর্ভবতী মহিলা। শেষ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা ওই প্রসূতিকে পিঠে চাপিয়ে পাড়ি দিলেন আশাকর্মীর পরিবারের সদস্যরা। এভাবে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পিঠে করে ওই গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়ার পর পথেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর অ্যাম্বুল্যান্সে করে ওই প্রসূতি ও তাঁর সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সারাইয়ের জন্য বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। রাস্তার বেহাল দশা এখনও রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি এলাকার। পথেই ডেলিভারির পর অ্যাম্বুল্যান্সে করে ওই প্রসূতিকে নারায়ণখেড় এরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Pregnant woman gives birth on road after ambulance fails to enter poor village path

Advertisement