দীর্ঘ চার বছর পর ভারত সফরে এলেন পুতিন। আজ, ৫ ডিসেম্বর শুক্রবার পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন। এদিন সকালেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছন। সেখানে তাঁকে গার্ড অফ অনার ও ২১-গান স্যালুট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এরপর রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটের দিকে রওনা দেন রুশ প্রেসিডেন্ট। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।