পঞ্জাবে প্রায় ৯০ টি আসনে এগিয়ে আছে আম আদমি পার্টি। উল্লাসে পার্টির সমর্থকরা। অন্যদিকে নিস্তব্দে কংগ্রেস শিবির। আজ কংগ্রেসের মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে পারেন বলে শোনা যাচ্ছে। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি। গোয়াতেও সংখ্যাগরিষ্ঠতার দিকে বিজেপি। মণিপুরেও এগিয়ে বিজেপি। এখনও পর্যন্ত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়া- এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। গণনা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। তবে সবার নজর উত্তরপ্রদেশের দিকে। বিভিন্ন বুথফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে ফের BJP-র ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বুথ ফেরত সমীক্ষা কি মিলবে? বাকি ৪ রাজ্যে কী হবে ফলাফল? শেষ হাসি হাসবে কোন দল?
punjab assembly election results