Advertisement

Puri Jagannath Temple Donation Box Looted: পুরীর জগন্নাথ মন্দিরে তালা ভেঙে চুরি

পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারের কাছে রাখা প্রণামী বাক্সটি লুঠ করেছে দুষ্কৃতীরা। পুলিশ খালি বাক্সটি উদ্ধার করেছে। যদি এবিষয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি মন্দির কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাপুক শোরগোল পড়ে গিয়েছে পুরীর এই বিখ্যাত জগন্নাথ মন্দিরে। বৃহস্পতিবার, 27 জুলাই রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মন্দিরের দক্ষিণ দ্বারে রাখা প্রণামী বাক্সটিতে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা কত টাকা নিয়ে গিয়েছে তা অবশ্য জানা যায়নি। যদিও ভক্ত থেকে স্থানীয় বাসিন্দাদের অনুমান বড় অঙ্কের টাকাই লুঠ হয়েছে পুরীর মন্দিরের এই প্রণামী বাক্স থেকে।

Puri Jagannath Temple Donation Box Looted

Advertisement