বাঙালি পর্যটকদের মধ্যে খুব প্রিয় ও পছন্দের ডেস্টিনেশন পুরী। আর এই পুরীতে যাতে কম খরচে বাঙালিরা থাকতে পারেন সে ব্যাপারে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের পর্যটকরা যাতে সেখানে কম খরচে থাকতে পারেন সেজন্য সরকারি অতিথিশালা 'বঙ্গনিবাস' গড়ছে সরকার। প্রকল্পটিতে মোট খরচ হবে ৮৫ কোটি টাকা দ্রুত এই অতিথিশালা গড়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। পূর্ত দপ্তর সূত্রে খবর, দু বছরের মধ্যে এই বঙ্গনিবাস গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই বঙ্গনিবাসের জন্য ওড়াশি সফরে গিয়ে জায়গায় নির্বাচন করেছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Puri Tour Hotel Booking Update