Advertisement

Puri Tourism: ফের বাঙালিদের ভিড়ে জমজমাট পুরীর সমুদ্রতট

করোনার ভয় কাটিয়ে ছন্দে ফিরছে বাঙালির প্রিয় পুরী। পুরীর সমুদ্রতটে এখন বাঙালি পর্যটকদের ভিড়। যাঁরা ঘুরতে গিয়েছেন তাঁরা জানাচ্ছেন, বলে না দিলে আর সমুদ্রের চরিত্র লক্ষ্য না করলে কে বলবে এটা দীঘা নয় পুরী!দীর্ঘদিন পর চেনা ছন্দে জগন্নাথ তীর্থ। অন্য়দিকে এলাকায় ভিড় বাড়ায় খুশি স্থানীয় লোকজনও। আর প্রিয় পর্যটনক্ষেত্রে পৌঁছতে পেরে খুশি এ রাজ্যের বাঙালিরাও। সব মিলিয়ে জমজমাট সাগরপার।

Puri Tourism

Advertisement
POST A COMMENT