scorecardresearch
 
Advertisement

Rahul Gandhi: 'চক্রব্যূহ-র আরেক নাম পদ্মব্যূহ', সংসদে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ রাহুলের

Rahul Gandhi: 'চক্রব্যূহ-র আরেক নাম পদ্মব্যূহ', সংসদে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ রাহুলের

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, "হাজার বছর আগে, কুরুক্ষেত্রে, ছয় জন অভিমন্যুকে 'চক্রব্যূহ'-এ আটকে মেরে ফেলেছিল... আমি একটু গবেষণা করে জানতে পেরেছি যে 'চক্রব্যূহ' 'পদ্মব্যূহ' নামেও পরিচিত। ' - যার অর্থ 'চক্রব্যূহ' একটি পদ্মের আকারে। এখন একটি নতুন 'চক্রব্যূহ' তৈরি হয়েছে - সেটিও অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছিল, তা এখন ভারতের - যুবক, কৃষক, মহিলা, ছোট এবং মাঝারি ব্যবসায়ীর সঙ্গে হচ্ছে। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, আজকেও 'চক্রব্যূহ' কেন্দ্রে ছয়জন লোক রয়েছে...আজকেও ছয়জন নিয়ন্ত্রণ করছে। -নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি এবং আদানি।" এরপরই সংসদে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়।

Advertisement