'বিহারের পুলিশ আমাকে আটকাতে পারেনি। কারণ আপনাদের শক্তি আমার সঙ্গে আছে। আমরা নরেন্দ্র মোদীকে বলেছিলাম, আপনাকে জাতিগণনা করতে হবে। আপনাদের চাপে ভয়ে নরেন্দ্র মোদী জাতি গণনা ঘোষণা করতে বাধ্য হয়েছেন। উনি সংবিধানের বিরোধী। দেশের ৯০ শতাংশ জনতার বিরোধী ওরা। এটা আদানি-অম্বানির সরকার। আমাদের সরকার ভারত এবং বিহারে ক্ষমতায় এলেই সব বদলে দেব। আপনাদের জন্য যা যা দরকার সব করব, গ্যারান্টি দিলাম'। বললেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।