'আজকের যুগেও মাসজুড়ে ভোট চলে। এত সময় ধরে কেন ভোটগ্রহণ? ফলে সন্দেহ তো ছিলই'। বৃহস্পতিবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।