Advertisement

Rahul Gandhi: স্পোর্টস বাইকে লাদাখ ঘুরলেন রাহুল গান্ধী,লিখলেন,'বিশ্বের সুন্দর জায়গা'

বাইক চালিয়ে লাদাখ ঘুরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার KTM 390 অ্যাডভেঞ্চারে বাইকে চড়ে প্যাংগং লেকে যান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন রাহুল। ইনস্টাগ্রাম পোস্টে কংগ্রেস সাংসদ বলেন,"আমার বাবা বলতেন,এটা বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম।"

Advertisement
POST A COMMENT