বিহারে ভোটের আগে জমে উঠেছে প্রচার। রবিবার পুকুরে নেমে সাঁতার কাটলেন রাহুল গান্ধী। বেগুসরাইয়ে প্রচারে গিয়ে নৌকোয় ওঠেন লোকসভার বিরোধী দলনেতা। নৌকো থেকেই নামেন পুকুরে। কাটেন সাঁতার।