Advertisement

Rahul Gandhi Lok Sabha Election 2024: লোকসভায় রাহুল গান্ধী কোন সিট থেকে লড়ছেন জানুন

রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার সুফল পাচ্ছে কংগ্রেস। আগের থেকে কিছুটা হলেও কংগ্রেস ঘুরে দাঁড়াতে পেরেছে। ইন্ডিয়া জোটের অন্যতম প্রধানমুখ হলেন রাহুল গান্ধী। এখন লোকসভা নির্বাচনকে নিয়ে কংগ্রেস যেন একটু বেশি সতর্ক রয়েছে। এখন জল্পনা শোনা যাচ্ছে রাহুল গান্ধী যে কেন্দ্র থেকে লড়বেন সেটা নাকি ওয়েনাড় নয়। শোনা যাচ্ছে হিন্দি বলয় থেকে রাহুল গান্ধী লড়তে পারেন। এই নিয়ে কংগ্রেস বড়সড় ইঙ্গিত দিয়েছে। আপনি যদি টাইমের হিসাব করেন তবে এই হাই ভোল্টেজ ইলেকশন আসতে আর বেশি দেরি নেই। সূত্র বলছে, আসন্ন লোকসভায় কেরালার ওয়েনাড় আসন থেকে দাঁড়াবেন না রাহুল গান্ধী।

Rahul Gandhi Lok Sabha Election 2024

Advertisement