Advertisement

রাহুল শুনেছেন, ' সরাসরি PMO-র সিদ্ধান্ত, মন্ত্রীদের জানানোও হয়নি,' VIDEO

'মনরেগাকে বাতিল করে নতুন আইন ভিজি রামজি আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার এনিয়ে প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী। তিনি বলেন,'নতুন আইনে রাজ্যে থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে কেন্দ্র। এতে গরিবদের লোকসান হবে। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অফিস নিয়েছে। মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়নি। ফায়দা খালি কোটিপতি শিল্পপতিদের'। তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Advertisement
POST A COMMENT