আরায় রাহুল গান্ধীকে কালো পতাকা দেখালেন বিজেপি কর্মীরা। স্লোগানও দেন। এক বিক্ষোভকারীকে ডাকেন কংগ্রেস সাংসদ। বলেন, 'ডরো মত'। তারপর এগিয়ে যায় রাহুলের কনভয়।