'নির্বাচন কমিশন আমার থেকে হলফনামা চাইছে। কিন্তু আমার কথাই অনুরাগ ঠাকুর চাইলে হলফনামা চাওয়া হচ্ছে না'। নির্বাচন কমিশনকে জবাব দিলেন রাহুল গান্ধী। বিহারের সভায় তিনি বলেন,'এসআইআর মানে বিহারের মানুষের ভোট চুরির কৌশল'।