দিল্লির আনন্দবিহার স্টেশনে গায়ে সাদা জামার ওপর কুলিদের শার্ট, হাতে বাঁধা ব্যাজ এরকম রূপে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকি মাথায় সুটকেশ নিয়ে হাঁটতেও দেখা গেল তাঁকে। হঠাৎ এরকম সাজ কেন রাহুলের। জানা গেছে রাহুল গান্ধীর সঙ্গে কুলিদের সংগঠন আগেই দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল। তাদের সঙ্গে দেখা করতেই গেছিলেন রাহুল গান্ধী।