Advertisement

Sonia And Rahul Gandhi : ​সোনিয়া রাহুলের বিমান মাঝ আকাশে জরুরি অবতরণ, বড় বিপদ থেকে বাঁচলেন তাঁরা

রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিমানের জরুরি অবতরণ ভোপালে। বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের বৈঠকের পর দিল্লি ফিরছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। তবে বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। তার জেরেই বিমানের জরুরি অবতরণ করানো হয় ভোপালে। ভোপালের আবহাওয়াও খারাপ। তাই ভোপাল বিমানবন্দরের VIP লাউঞ্জে অপেক্ষা করেন তাঁরা। রাত ৯ টা ৩০ মিনিটে ইন্ডিগো বিমানে চেপে দিল্লি ফেরেন তাঁরা। সূত্রের খবর, ড্যাসল্ট ফ্যালকন ২০০০ বিমানে ছিলেন রাহুল ও সনিয়া। একটি সূত্র বলছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, সেই কারণেই চালক বিমানটি ভোপালের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভোপালে বিমানটি পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

Rahul, Sonia Gandhi’s flight makes emergency landing in Bhopal

Advertisement