সবকা সাথ সবকা বিকাশ, Prime Minister Narendra Modi র নেতৃত্বে এই মন্ত্র নিয়েই দেশকে এগিয়ে নিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগও নিতে দেখা যাচ্ছে কেন্দ্রকে। রেল যোগাযোগের ক্ষেত্রেও বেশকিছু পদক্ষেপ করা হয়েছে। দেশে চালু হয়েছে Vande Bharat Express র মতো ট্রেন। আর এবার Gujarat র Surat র সারোলিতে বুলেট ট্রেন প্রকল্পের উচ্চগতির রেল নির্মাণের কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী Ashwini Vaishnaw। কাজের পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন তিনি। চলুন পরিদর্শনের সেই ছবি দেখে নেওয়া যাক।
Rail minister inspects bullet train project in Surat Saroli Gujarat