Advertisement

Girl Ties Rakhi On Husband Elopes With Lover: বরকে পরিয়ে রাখি, প্রেমিকের সঙ্গে উড়ে গেল পাখি

মেয়ে ভালবেসে বিয়ে করেছিল। কিন্তু পাত্র বাবার পছন্দ নয়। তাই জোর করে মেয়েকে বাড়িতে দীর্ঘদিন আটকেও রেখেছিলেন। এরপর নিজের পছন্দ মতো পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। কিন্তু বিয়ে দিলেই তো হল না, দ্বিতীয় বরের হাতে রাখি বেঁধে পগার পার হল এই তরুণী। ঘটনাটি রাজস্থানের। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী স্কুল থেকেই তাঁরই এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এরপরহ কলেজ পাশ করে দুজনে বিয়েও করেন। কিন্তু সেই পাত্রকে একেবারেই মেনে নিতে পারেনি তরুণীর পরিবার। আর তাই মেয়েকে ঘরবন্দি করে রাখেন তিনি। স্বামীর সঙ্গে কোনওরকম যোগাযোগেও ছিল নিষেধাজ্ঞা।

Rajasthan woman ties rakhi on second husband

Advertisement