scorecardresearch
 
Advertisement

Rajindar Gupta: 30 টাকার দিনমজুর আজ পঞ্জাবের আম্বানি, যেন রূপকথার গল্প

Rajindar Gupta: 30 টাকার দিনমজুর আজ পঞ্জাবের আম্বানি, যেন রূপকথার গল্প

ইচ্ছাশক্তির জোরে অনেক কিছুই করা যায়। যে কোনও প্রতিকূলতাই শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় এই ইচ্ছাশক্তির জোরেই। পঞ্জাবের সাধারণ পরিবারের ছেলে রাজিন্দর গুপ্তাই তার জ্বলন্ত প্রমাণ। আসুন একবার দেখে নিই এই রাজিন্দরের সফর কেমন ছিল। সালটা 1959। একজন তুলা ব্যবসায়ীর বাড়িতে জন্মান রাজিন্দর। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর পরিবারের অর্থকষ্ট দূর করতে উপার্জনের পথই বেছে নেন তিনি। একসময়, মোমবাতি, সিমেন্টের পাইপ তৈরির জন্য দিনমজুর হিসাবে কাজ শুরু করেন। দিনে উপার্জন ছিল মাত্র 30 টাকা। এরপর 1995 সালে তিনি ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। প্রথমে একটি সার কারখানা খোলেন তিনি।

Rajinder Gupta Trident group CMD Story

Advertisement