Advertisement

India Surgical Strike: 'পাকিস্তানে ঢুকে মারব', জিহাদিদের মারতে ফের সার্জিক্য়াল স্ট্রাইক নাকি?

পড়শি দেশ থেকে এসে ভারতের শান্তি নষ্ট করতে এলে কাউকে রেয়াত হবে না। পাকিস্তানে পালিয়েও পার পাবে না জঙ্গিরা। সেদেশে ঢুকে জেহাদিদের খতম করার হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার বলেছেন যে সরকার দেশের শান্তি নষ্ট করার চেষ্টাকারী সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না এবং তারা পাকিস্তানে পালিয়ে গেলেও শিকার করা হবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে একের পর এক জঙ্গিদের হত্যা করছে ভারত। তিনি বলেন- যদি কোনও সন্ত্রাসবাদী দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করে, আমরা উপযুক্ত জবাব দেব।

India Surgical Strike

Advertisement