'ভারতের সব ঘরে, সব ভারতীয়ের মনে এবং ভারতের কোণায় কোণায় রাম আছেন। কিন্তু গোলামি করার মানসিকতা এতটাই গ্রাস করেছে যে প্রভু রামকেও কাল্পনিক ঘোষণা করা হয়েছে। বন্ধুরা আমরা ঠিক করেছি আগামী ১০ বছরের মধ্যে মানসিক গোলামি থেকে মুক্তি পাওয়ার কথা।'শ্রী রাম জন্মভূমি মন্দিরের উপরে গেরুয়া ধর্ম ধ্বজা উত্তোলন করার পর এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।