Advertisement

PM Modi Watched Surya Tilak: অসমের নলবাড়ির জনসভার পর রাম লালার 'সূর্য তিলক' দর্শন মোদীর

অসমের নলবাড়িতে জনসভার পর রামলালার সূর্য তিলক দর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে টুইট করেছেন যে, "কোটি কোটি ভারতীয়ের মতো, এটি আমার জন্য একটি অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত। অযোধ্যায় রাম নবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক যেন আমাদের জীবনে শক্তি নিয়ে আসে এবং এটি আমাদের জাতিকে গৌরবের নতুন উচ্চতা অতিক্রম করতে অনুপ্রাণিত করে"।

Advertisement
POST A COMMENT