Advertisement

Ram Temple Themed Saree: অযোধ্যায় অভিষেক অনুষ্ঠানের জন্য সুরাটে তৈরি রাম মন্দির-থিমযুক্ত শাড়ি

অযোধ্যায় রাম মন্দির থিমে শাড়ি তৈরি হল গুজরাতের সুরাটে। ২২ শে জানুয়ারি রাম মন্দির অভিষেক অনুষ্ঠানে এই শাড়ি দেওয়া হবে। শাড়িতে অযোধ্যার মন্দির, রামের ছবি প্রিন্ট করা হয়েছে। শাড়িটি রামের স্ত্রী সীতার জন্য করা হয়েছে। প্রথম যে শাড়িটি তৈরি হয়েছে সেটি স্থানীয় রাম সীতার মন্দিরে দেওয়া হয়েছে। জানকীর জন্য অযোধ্যায় পাঠানো হবে আরেকটি শাড়ি।

Advertisement
POST A COMMENT