প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ফুল ড্রেস অনুশীলন অনুষ্ঠিত হল মঙ্গল দিল্লির কর্তব্য পথে। রাজধানীর প্রবল ঠান্ডার মধ্যেই চলে নিজেদের দক্ষতা প্রদর্শন। ব্যান্ডের তালে অনুশীলন সারে কুচকাওয়াজে অংশগ্রহনকারীরা। ৭৪ তম বর্ষে এবারের প্রজাতন্ত্র দিবস। করোনার জন্য বিগত বছর কঠোর নিয়মে পালিত হয়েছিল প্রজাতন্ত্র দিবস। এবার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি থাকবেন।
Full dress rehearsal underway at Kartavya Path in Delhi