Advertisement

Republic Day 2025: হাড়হিম শীত, কাশ্মীরে LoC-তে বরফ ঠেলেই টহল দিচ্ছেন জওয়ানরা

প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করতেই পারে জঙ্গিরা। ভারতের সেনা জওয়ানরা আরও তত্‍পর। বরফে ঢাকা জম্মু-কাশ্মীরে ভারত-পাকিস্তানের সীমান্ত LoC-তে ভারতের সেনা জওয়ানরা অক্লান্ত টহল দিচ্ছেন। প্রবল তুষার ঝঞ্ঝার মধ্যেও তাঁরা বীর, উন্নত শির। দেশের মানুষ যাতে শান্তিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে পারে, তার জন্য নিজেরা প্রতিকূল পরিস্থিতিতেও দেশের সুরক্ষায় নিয়োজিত প্রাণ।

Advertisement
POST A COMMENT