Advertisement

Rescue operation: বিহারের নালন্দায় বোরওয়েলে শিশু, চলছে উদ্ধার কাজ

বিহারের নালন্দার কুল গ্রামে বোরওয়েলে পড়ে যায় এক শিশু। খবর পেয়ে আসে NDRF এবং উদ্ধারকারী দল। সার্কেল অফিসার সিলওয়া জানান আমরা খবর পেয়েছি বোরওয়েলে এক শিশু পড়ে গেছে। আমরা শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছি। শিশুটি বেঁচে আছে। আমরা তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। বোরওয়েলে ক্যামেরা লাগিয়ে দেখা যায় শিশুটি বেঁচে আছে।

Advertisement
POST A COMMENT