বুধবার সন্ধ্যায় উত্তর প্রদেশের কনৌজে মহরম মিছিলের সময় একটি বাড়ির ছাদ ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। সন্ধ্যায় তাজিয়া নিয়ে মহরমের মিছিল চলছিল। প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মিছিলে অংশ নিয়েছিলেন। রাস্তায় পাশে অনেক মানুষ সেই মিছিল দেখছিলেন। হঠাৎ একটি বাড়ির ছাদ ধসে পড়ে। চাপা পড়ে যান অনেকে। মৃত্যু হয় এক শিশুর। আহত হয়েছেন ১৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।