দেশে বর্হিশত্রুদের বাড়বাড়ন্ত দিন দিন বেড়েই চলেছে। আর তাঁর জন্য পারমানবিক দিকে থেকে শক্তিশালী হওয়াটা আবশ্যিক। তা না হলে যকোনও মূহুর্তে হামলার মুখে পড়তে হতে পারে। কেননা চিন গোপনে গোপনে দিনের পর দিন কাউকে না জানিয়ে নিউক্লিয়ার মিশাইল বানিয়ে চলেছে। আর তাতেই আর চিন্তা বাড়িয়েছে। বৃহস্পতিবার অন্তবর্তীকালীন বাজেটে পারমানবিক শক্তি বাড়ানোর ওপর বিশেষ ভাবে অর্থ বরাদ্দ করেছে মোদি সরকার। অন্তর্বর্তী বাজেটে পারমাণবিক শক্তিতে মূলধন এবং গবেষণা কাজের জন্য 13 হাজার 860 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Indian Defense Update